আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:৩৩

বাঘারপাড়ায় পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

যশোরের বাঘারপাড়ায় পিকআপের ধাক্কায় নির্মল বিশ্বাস (৪৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।এ সময় আহত হয় দুজন; তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার সকালে যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা এলাকায় পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নির্মল বিশ্বাস বাঘারপাড়ার বড়খুদড়া গ্রামের রাজেন্দ্র বিশ্বাসের ছেলে। আহত দুজনের মধ্যে একজন পিকআপ চালক রাজধানীর আশুলিয়া এলাকার আব্দুল আজিজের ছেলে রাজু আহম্মেদ (৪০)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী (ঢাকা মেট্রো-ন-১৭-৮৬৬৯) পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলের পেছনে ধাক্কা দেয়। তখন সাইকেল আরোহী নির্মল গুরুতর আহত হন। পিকআপটি রাস্তার নিচে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে পিকআপের ড্রাইভার ও পিকআপের মধ্যে থাকা আরেক ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নির্মল মারা যান। অন্য দু’জনকে যশোর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।খাজুরা পুলিশ ক্যম্পের সহকারী ইনচার্জ হযরত আলী জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত