আবুল বারাকাত: বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দুর্ঘটনায় নিহত সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের স্ত্রী ও বাঘারপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ভিক্টোরিয়া পারভীন সাথী।
আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড তাঁকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার অনুমতি দেয়। নির্বাচনের জন্য নৌকা প্রতীকের মনোনয়ন পেতে উপজেলা থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১১ জন।
মনোনয়ন নিয়ে স্থানীয়ভাবে প্রার্থী, নেতা, কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারের মধ্যে গত কয়েকদিন ধরেই টান টান উত্তেজনা ছিল। কে হচ্ছেন নৌকার প্রার্থী। নির্বাচনী বোর্ডের মনোনয়নের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে উত্তেজনার অবসান ঘটলো।
এর আগে উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ৭ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়ায় ট্রাক ও জিপের মুখোমুখি সংঘর্ষে তিনিসহ চার জন নিহত হন। গত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন নাজমুল ইসলাম কাজল। এর আগে তিনি জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে জাতীয় পদক পাওয়ারও খ্যাতি রয়েছে তার।