আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:২১

বাঘারপাড়া উপজেলা উপ-নির্বাচন: নৌকার প্রার্থী সাথীর গণসংযোগ অব্যাহত

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথীর গণসংযোগ অব্যাহত রয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে রায়পুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময়সহ নৌকা প্রতীকের প্রচার প্রচারণা চালানো হয়েছে। এসময় ভোটারদের সাথে কুশল বিনিময় ও নৌকা মার্কার ভোট প্রার্থনা করেন সাথী। রোববার উপজেলার বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের প্রচার প্রচারণা চালান তার কর্মী সমর্থকরা। এদিন বিকালে বাসুয়াড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঘুনিরঘাট বাজার, সাইটখালী ও আলাদীপুর বাজারে তিনটি গুরুত্বপূর্ণ স্থানে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম (টুটুল), বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ সরদার, জেলা পরিষদের সদস্য প্রকৌশলী আশরাফুল কবির বিপুল ফারাজী, আওয়ামী লীগ নেতা হোসেন আলী মোল্যা, ইউপি সদস্য সুলতান রাজা, যুবলীগের যুগ্ম আহবায়ক জুলফিক্কার আলী জুলাই, ছাত্রলীগ উপজেলা কমিটির সভাপতি বায়েজিদ হোসেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত