আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৫৪

বাঘারপাড়া উপজেলা নির্বাচনে নৌকার মাঝি নির্ধারন আজ

যশােরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনােনয়ন কে পাচ্ছেন তার জবাব মিলবে আজ। কেন্দ্রীয় আওয়ামী লীগের মনােনয়ন বাের্ডের সভায় আজ চূড়ান্ত হবে প্রার্থীর নাম। ইতিমধ্যে ১১ জন দলীয় মনােনয়ন ফরম কিনে জমা দিয়েছেন। দলীয় সূত্রে জানাগেছে, নির্বাচনে যিনি মনােনয়ন পাবেন, তার সম্পর্কে গােয়েন্দা রিপাের্ট, দলীয় রিপাের্টসহ বিভিন্ন রিপাের্ট পর্যালােচনা করা হবে। মনােনয়ন বাের্ডের আজকের সভায় প্রার্থী সম্পর্কে আলাপ আলােচনার পর প্রার্থীন নাম ঘােষণা দেয়া হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে যারা দলীয় মনােনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযােদ্ধা হাসান আলী রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মােল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবু বক্কর শিকদার, যশাের জেলা পরিষদ সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, জহুরপুর ইউপি চেয়ারম্যান দীন মােহাম্মদ দিলু পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সংসদ সদস্য রনজিৎ রায়ের বড় ছেলে রাজিব রায়, প্রয়াত উপজেলা চেয়ারম্যান কাজলের স্ত্রী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ভিক্টোরিয়া পারভীন সাথী, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওন ও মুক্তিযােদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুম রেজা খান।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল সড়ক দুর্ঘটনায় মারা যান এরপর পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘােষিত তফসিল অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনােনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ নভেস্বর। প্রত্যাহার করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে। আর প্রতীক বরাদ্দ ২৪ নভেম্বর।

আরো সংবাদ