আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:০৩

বাঘারপাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন- সভাপতি ইকবাল, সম্পাদক হুমায়ুন

যশোরের বাঘারপাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ইকবাল কবির এবং সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির বিজয়ী হয়েছেন। সোমবার উপজেলা পরিষদ মিলানায়তনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।

নির্বাচনের দায়িত্ব পালন করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল আলম। ভোটে সভাপতি পদে দৈনিক স্পন্দনের নিজস্ব প্রতিবেদক ইকবাল কবির পেয়েছেন ১৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্ধি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক গ্রামের কাগজের নিজস্ব প্রতিবেদক চন্দন দাস ৭ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় দৈনিক সমাজের কথার হুমায়ুন কবির বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় দৈনিক স্পন্দনের পৌর প্রতিনিধি খান কেএম শরাফত উদ্দীন ও সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের কথার অনুপম দে ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার প্রতিদ্বন্ধি আজিজুল ইসলাম পেয়েছেন ৯ ভোট। দপ্তর সম্পাদক পদে দৈনিক কল্যাণের রাকিব হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক স্পন্দনের শামীম রেজা, কোষাধ্যাক্ষ পদে দৈনিক সত্যপাঠের প্রদীপ বিশ্বাস বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছেন। নির্বাহী সদস্য পদে দৈনিক স্পন্দনের এমএ আওয়াল ১৮, দৈনিক যশোর ও মানবজমিনের আজম খান ১৭, পাক্ষিক মত মতান্তরের মঞ্জুর মুর্শিদ ১৪ ও দৈনিক সংবাদের লক্ষণ চন্দ্র মন্ডল ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ।

আরো সংবাদ