আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:১৮

বানিয়াচংয়ে বজ্রপাতে দুই শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

হবিগঞ্জ বানিয়াচংয়ে আজ বজ্রপাতে দুই শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। সকাল ৬টায় ঝড় ও বজ্রপাত শুরু হলে উপজেলার ২টি ইউনয়নের ৩ জন বজ্রাঘাতে মারা যান। মৃতরা ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের তাতারী মহল্লা গ্রামের আক্কল আলীর ছেলে স্কুল ছাত্র মোঃ হোসাইন (১২)। ঘটনার সময় সে হাওরে ঘাস কাটতে গিয়েছিলো। একই ইউনিয়নের জাতুকর্ণপাড়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে স্কুল ছাত্রী ঝুমা বেগম(১২)। ঘটনার সময় সে বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিল। মৃত অপরজন ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের শামসুল মিয়ার পুত্র আলমগীর মিয়া (২৬)। ঘটনার সময় সে হাওর থেকে ধান কেটে বাড়িতে ফেরার সময় বজ্রাঘাতে মারা গেছে।
তারা তিনজনই বজ্রাঘাতের সাথে সাথেই ঘটনাস্থলে মৃত্যু বরণ করেছে।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ জানান, নিহতদের পরিবারকে আর্থিক সহয়তা দেওয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে প্রদান করা হবে।

আরো সংবাদ