আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:৩৭

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ৩

জেলার থানচি উপজেলার জীবননগরে আজ পর্যটকবাহী নোহা গাড়ি পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকগঞ্জের রাজীব মিয়া, বুয়েটের সিনিয়র সিকিউরিটি গার্ড মো. হামিদুল ইসলাম,তবে দুর্ঘটনায় নিহত অপরজনের নাম জানাতে পারেনি কেউ।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ জানান, ঢাকা থেকে আসা গাড়িটি থানচির জীবননগরে সাড়ে ১০টার দিকে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২ হাজার ফুট নিচে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত হয় আরো আটজন।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক অফিসার মো. ইকবাল জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করে কয়েকজনকে সদর হাসপাতালে নিয়ে আসে চালকরা। এ সময় হাসপাতালে আরো দুইজনের মৃত্যু হয়।
পুুলিশ জানায়,সকাল থেকে বান্দরবানে থেমে-থেমে বৃষ্টি হচ্ছে।বৃষ্টি এবং গভীরতার কারণে উদ্ধারকারীদের অনেকটা বেগ পেতে হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে নোহা গাড়িটি এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি।
এদিকে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জানান, আহতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সাথে দমকলবাহিনীর সদস্যরাও আছেন।

আরো সংবাদ