আজ - রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১১:১৭

বাবা-ছেলে মাদক সহ গ্রেফতার।

তিন কেজি গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর এলাকার গোলজার হোসেনের ছেলে শাহাবুল ইসলাম (৫১) ও তার পুত্র আশিকুল হক (২৪)।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা শহরের আড়পাড়ায় অভিযান চালায়। এ সময় দু’জনকে আটকের পর তাদের দেহ তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ জানায়, আটক দু’জন সম্পর্কে তারা বাবা ও ছেলে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত