আজ - শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - দুপুর ১:০৮

বার্জ দিয়ে টেনে সোজা করা হবে ডুবে থাকা ফেরিটিকে

মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে কাত হয়ে ডুবে থাকা ফেরিটি উদ্ধার করতে যোগ দিচ্ছে বেসরকারি উদ্ধারকারী প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক অজয় দেবনাথ প্রথম আলোকে জানিয়েছেন, সোমবার ভোরের মধ্যে ডুবুরি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ঘটনাস্থলে পৌঁছাবে। মূলত বার্জ দিয়ে টেনে সোজা করা হবে ফেরিটি। দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রতিষ্ঠানটিকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন অধিদপ্তর (বিআইডব্লিউটিএ)।

এদিকে উদ্ধার করা হলেও ফেরি আমানত শাহকে পরিত্যক্ত ঘোষণা করা হতে পারে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)৷

বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উদ্ধারের পর ফেরিটি নিয়ে কি করা হবে সে বিষয়ে আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চাইব। এখনো এটি রিপেয়ার (সংস্কার) করার সিদ্ধান্ত হয়নি। যেহেতু ফেরিটির অনেক বয়স হয়েছে এটি রিপেয়ার করলে কত দিন চালানো যাবে তা বলা যাচ্ছে না। আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এটিকে নিলামে বিক্রি করে দিতে পারি।’

ফেরি আমানত শাহ ১৯৮০ সালে সংগ্রহ করেছে বিআইডব্লিউটিসি। অভ্যন্তরীণ নৌচলাচল অধ্যাদেশ অনুযায়ী এটির অর্থনৈতিক জীবন শেষ হয়ে গেছে।

গত বুধবার সকাল নয়টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে ১৭টি পণ্যবাহী গাড়ি ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমানত শাহ ফেরিটি ছেড়ে আসে। মাঝপথে আসার পরপরই ফেরির পেছনের বাঁ দিক থেকে পানি উঠতে থাকে। সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের পন্টুনে ভেড়ার সঙ্গে সঙ্গে ফেরি থেকে তিনটি পণ্যবাহী যান দ্রুত নেমে যায়। এ সময় আরেকটি পণ্যবাহী গাড়ি ফেরি থেকে নামার সময় ফেরিটির এক পাশ কাত হয়ে যায়। ওই গাড়িটি নদীতে পড়ে। এর পরপরই অন্যান্য যানবাহন নিয়ে পন্টুনের কাছে পদ্মা নদীতে ফেরিটি ডুবে যায়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত