আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৫৮

বাহাদুরপুর হাই স্কুল ভোটে চেয়ারম্যান তুহিন প্যানেলের ভরাডুবি।

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দের মধ্যে দিয়ে যশোর শহরতলীর নওয়াপাড়া ইউনিয়নের এতিহ্যবাহী বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২৬ শে সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। যুবলীগ নেতা তৌফিক আহমেদ রানার পৃস্টপোষকতায় মোঃ ওলিয়ার রহমানের নেতৃত্বাধীন সামাজিক ঐক্য প্যানেলের কাছে। নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিনের আশির্বাদ পুস্ট তরিকুল প্যানেলের ভরাডুবি হয়েছে।গতকাল সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীন ভোট গ্রহন চলে। ৬৭৬ ভোটারের মধ্যে ৫৬৫ জন ভোটার টিপ সিলের মাধ্যমে ভোট প্রদান করেন।৩ টি প্যানেল স্কুল ভোটে প্রতিদ্বন্দিতা করে।
তোফিক আহমেদ রানা,র ওলিয়ার প্যানেল ভোট পায়।ওলিয়ার রহমান-২৭১,মোঃ এরশাদ আলী-২৬৭,গোপাল চন্দ্র-২৪১, মোঃ রাশিদুল ইসলাম-২২৬, মহিলা সদস্য বুলবুলি খাতুন- ২৭৩। নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ তুহিন প্যানেল ভোট পায় তরিকুল-১৬৩,আফজাল-১৭৭,শিহাব-১৪৯,মতিয়ার-১৪০,মাহমুদা-১৬৬ ভোট।মনুমিয়া প্যানেল ভোট পায় আক্কাস-১০১,টিপু-১০৫,একরামুল-১০৭,রুনা-৮৩।বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম।নির্বাচনের পরিবেশ দেখে অধিকাংশ ভোটার সন্তুস্টি প্রকাশ করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত