আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৫২

বাড়ি ভাড়া মওকুফের খবরটি গুজব

স্টাফ রিপোর্টার।। বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত, সব অফিসে এক মাসের ছুটি সংক্রান্ত যে খবর ফেসবুকে ভাইরাল করা হচ্ছে, তা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব পদক্ষেপ নেবেন, তা তিনি নিজে অথবা যথাযত কর্তৃপক্ষের মাধ্যমে জানাবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব। পোস্টটি যশোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য আনোয়ার হোসেন বিপুলের ফেসবুক সময়রেখা থেকে নেয়া।

অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা অপপ্রচার চালাচ্ছেন, তা অপরাধের পর্যায়ে পড়ে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তথ্য সূত্র : সময় টিভি।

গুজবটি শেয়ার করেছেন ১৬৪ জন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত