খানজাহান আলী নিউজ ডেস্ক:
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, প্রাকৃতিক কিংবা যে কোনো দুর্যোগে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাই জনগণের পাশে দাঁড়ায়। বিএনপি বড় বড় কথা বলে, তারা কখনই জনগণের কথা ভাবে না। প্রাকৃতিক দুর্যোগের শিকার প্রত্যেককে শেখ হাসিনা পুনর্বাসন করবেন।
রবিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ২০ জুন আয়োজিত ইফতার পার্টির পূর্ব প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
ওমর ফারুক চৌধুরী বলেন, বিএনপির ত্রাণ কার্যক্রমে যুবলীগ কোথাও বাধা সৃষ্টি করছে প্রমাণ করতে পারলে সেই যুবলীগ কর্মীকে দল থেকে বহিষ্কার করা হবে।
মির্জা ফখরুলকে আহ্বান জানিয়ে তিনি বলেন, যুবলীগের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারীকে আপনার দল থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় যুবলীগ মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
সভার শুরুতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন এর মৃত্যুতে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরণ, মো. ফারুক হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, যুগ্ম সম্পাদক সুব্রত পাল, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, সুভাষ চন্দ্র হাওলাদার, শ্যামল কুমার রায়, জাকিয়া সুলতানা শেফালী, কার্যনির্বাহী সদস্য রওশন জামির রানা, ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি মাইনউদ্দিন রানা প্রমুখ।