আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:০২

বিজয় সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোর আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

মহান মুক্তিযুদ্ধের বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোরে বিজয় শোভাযাত্রা করছে আওয়ামী লীগ। শনিবার বিকাল সাড়ে ৩ টায় যশোর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এই বিজয় শোভাযাত্রা বের হয়। বিজয় শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগসহ তাদের সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ নানা রঙের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে বিজয় শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এর আগে, দুপুরের দিকে যশোর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় মিছিল নিয়ে আসেন।

বিজয় মিছিলে অংশ নেয়, যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী আব্দুল কাদের, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মজিবুদ্দৌলা সরদার কনক, ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউর হাসান হ্যাপী, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম,

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা আওয়ামী লীগনেতা রেজাউল ইসলাম, মশিয়ার রহমান সাগর, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সসম্পাদক জ্যোৎ¯œা আরা মিলি, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগনেতা শফিকুল ইসলাম জুয়েল,

জেলা যুবলীগের প্রচার সম্পাদক শেখ জাহিদ হাসান মিলন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস, যশোর পৌর সভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রনি, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াসসহ জেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ থেকে শুরু করে দলের সকল অঙ্গ-সহযোগী সংগঠনের পৌর, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা যোগ দেন।

আরো সংবাদ