আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৫৭

বিদ্যুৎ লাইনে জড়িয়ে,বিদ্যুৎ কর্মী নিহত।

যশোরে লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে রমজান আলী (২৫) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় সদর উপজেলার নরেন্দ্রপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ১- রূপদিয়া সাব স্টেশনের শিক্ষানবীশ লাইনম্যান রমজান আলী বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। নিচে থেকে তাকে সহযোগিতা করছিলেন আরেক লাইনম্যান ফারুক হোসেন। এ সময় অফিস থেকে হঠাৎ বিদ্যুত সংযোগ চালু করায় রমজান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কোমরে বাঁধা বেল্টে ঝুঁলতে থাকে। এলাকাবাসী মুঠোফোনের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট অফিসে জানালে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। পরে রমজানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার অনেক আগেই বিদ্যুতের লাইনম্যান রমজান আলী মারা যান। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ অফিসে দায়িত্বরতদের ভুলের কারণে রমজান আলীর মৃত্যু হয়েছে।

আরো সংবাদ