আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:০৮

বিপজ্জনক’ ঢাকার বাতাস

 

পিছু ছাড়ছে না ঢাকা শহরের উচ্চমাত্রার বায়ুদূষণ। গত মাসের প্রত্যেকটি দিন বায়ুদুষণের তালিকায় ঢাকার নামে উপরের দিকেই ছিল। এর মধ্যে কয়েকবার শীর্ষস্থানে ছিল বাংলাদেশের রাজধানীর নাম।

ফেব্রুয়ারিতেও উপরের দিকেই নাম আছে ঢাকার। বায়ুর মানের অবনতি হয়ে আজ (শনিবার) সকালে তা বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে।

সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি কোম্পানি আইকিউ এয়ারের তালিকায় ৩৪৮ স্কোর নিয়ে সবার ওপরে রয়েছে বাংলাদেশর রাজধানী। ২২৯ স্কোর নিয়ে তালিকার পরের স্থানে রয়েছে ভারতের দিল্লি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ১০২টি শহরের মধ্যে দূষিত বাতাসে প্রথম ছিল দেশের সবচেয়ে জনবহুল নগরী। তালিকায় পরের স্থানে রয়েছে ভারতের দিল্লি।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০২টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই স্তরেই রয়েছে ঢাকা।

আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, সবচেয়ে দূষিত ১০টি শহরের ছয়টিই এশিয়ার। এর মধ্যে ভারতের ৩টি, চীন বাংলাদেশ ও পাকিস্তানের একটি করে।

বায়ুমানের ক্ষেত্রে এয়ার কোয়ালিটি ইনডেস্ক তথা একিউআইয়ের মান ৫০ পর্যন্ত হলে তাকে স্বাস্থ্যকর বায়ু বলা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত থাকলে তা গ্রহণযোগ্য পর্যায়ের ধরা হয় যদিও ব্যক্তি বিশেষে তা ক্ষতির কারণ হতে পারে। ১০১ থেকে ১৫০ পর্যন্ত মাত্রাকে বলা হয় অরেঞ্জ লেভেল যা সাধারণ মানুষের জন্য খুব একটা ক্ষতিকর না হলেও কারো কারো স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। ১৫০ থেকে ২০০ পর্যন্ত থাকলে তা অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। আর এই মান ২০০ থেকে ৩০০ পর্যন্ত চরম অস্বাস্থ্যকর।

আর একিউআই ৩০০ এর বেশি হলে সেটিকে বিপর্যয়কর হিসেবে চিহ্নিত করা হয়। ঢাকার বায়ুর মান জানুয়ারি মাসে কোনোদিনই ১৫০-এর নিচে নামেনি। অর্থাৎ গতমাসে একদিনের জন্যও স্বাস্থ্যকর বায়ু পায়নি রাজধানীর নাগরিকরা।

আরো সংবাদ