যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী নুরজাহান ইসলাম নীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সদর উপজেলা নির্বাচন অফিসের হল রুমে রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার হুমায়ন কবির বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে বলেন, নৌকার প্রার্থী নুরজাহান ইসলাম নীরা ভোট পেয়েছেন দুই লাখ ৭৬ হাজার ১৫৮টি। আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ধানের শীর্ষের নূর-উন-নবী পেয়েছেন ১২ হাজার ১৫৪ ভোট।
নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাভোকেট মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার ১৭৫টি কেন্দ্রে পাঁচ লাখ ৬০ হাজার ৫২৪ জন ভোটার রয়েছেন। যাদের মধ্যে থেকে নৌকা প্রতীকে ভোট দিয়েছেন দুই লাখ ৭৬ হাজার ১৫৮ জন। আর ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ১২ হাজার ১৫৪টি। এর মধ্যে যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৫টি কেন্দ্রে নৌকা প্রতীকে ভোটে পড়েছে ৬৫ হাজার ৪৫৭ ভোট। আর ধানের শীষ পেয়েছে তিন হাজার ৫৬৮ ভোট।