আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:২৪

বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ নিলেন নুর জাহান ইসলাম নীরা

আজ ১৮ নভেম্বর বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা থেকে শপথ গ্রহণ করেছেন যশোর সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নুর জাহান ইসলাম নীরা।

আগামীকাল ১৯ নভেম্বর সকাল ১০ টায় নুর জাহান ইসলাম নীরা যশোর সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।

নুর জাহান ইসলাম নীরা তার অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোষ্টে সদর উপজেলা বাসীর প্রতা শুভেচ্ছা বিনিময় করেছেন। আগামীকাল সকাল ১০ টায় সদর উপজেলাধীন আওয়ামী লীগের সমস্ত স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি সকলকে যশোর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

এর আগে ২০ অক্টোবর যশোর সদর উপজেলা র উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যশোর-০৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার যশোর-০৬ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর সদর উপজেলার শুন্য পদে নৌকার প্রার্থী হিসেবে জয়লাভ করেন নুর জাহান ইসলাম নীরা।

আরো সংবাদ