আজ - মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:৩২

বিমান অফিস মোড়ে প্রাইভেটকার দূর্ঘটনায় সেই আহত হৃদয় মারা গেছেন।

স্টাফ রিপোর্টার : গত ১৭ জানুয়ারি গভীররাতে যশোর শহরের শহীদ মসিয়ূর রহমান সড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় আহত কেএম শাহাব ওরফে হৃদয় (২৮) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে মারা গেছেন।

হৃদয়ের মামা মহব্বত হোসেন টুটুল সন্ধ্যায় এই খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, দুর্ঘটনায় হৃদয়ের স্পাইনাল কর্ড ছয় জায়গায় ক্ষতিগ্রস্ত হয় এবং ফুসফুসেও মারাত্মক আঘাত লাগে। উন্নত চিকিৎসার জন্যে তাকে ২৪ জানুয়ারি সিঙ্গাপুরের র্যাফেলস হাসপাতালে পাঠানো হয়। বাংলাদেশি সময় আজ সকাল আটটার দিকে হৃদয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি বলেন, মঙ্গলবার বিকেলের ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হবে।
নিহত হৃদয় যশোর শহরের লোন অফিসপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
গত১৭ জানুয়ারি গভীররাতে যশোর শহরের শহীদ মসিয়ূর রহমান সড়কে একটি প্রাইভেট কার দুর্ঘটনায় একই পরিবারের তিন নারী নিহত হন। নিহতরা হলেন, যশোর শহরের ঢাকা রোড বিসিএমসি কলেজ এলাকার ইয়াসিন আলীর মেয়ে তানজিলা ইয়াসমিন (২৮), ডা. তনিমা ইয়াসমিন পিয়াসা (২৫) ও পিয়াসার খালাতো ভাই আরএন রোড এলাকার মঞ্জুর হোসেনের স্ত্রী আফরোজা তাবাসসুম তিথী (২৬)। আহত হন পিয়াসার স্বামী শফিকুল ইসলাম জ্যোতি (২৮), আফরোজা তাবাসসুম তিথীর মেয়ে মানিজুর (৩), শাহিন হোসেন (২৩) ও হৃদয় (২৮)।
মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন পিয়াসার স্বামী শফিকুল ইসলাম জ্যোতি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত