আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৪৪

‘বিমান দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু হলে ১ লাখ ৬০ হাজার ডলার ক্ষতিপূরণ’

বিমান দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু হলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ লাখ ৬০ হাজার ডলার দেবে। সোমবার, মন্ট্রিল কনভেনশনের আলোকে আকাশপথে পরিবহণ এই আইনের খসড়ার অনুমোদন দেয় মন্ত্রীসভা।

খসড়া আইনে আরও বলা হয়, আকাশ পথে কোন যাত্রী ব্যাগেজ হারালে ক্ষতিপূরন দিতে হবে ৭০ ডলার প্রতিকেজিতে। আর ক্ষতিপূরন না দিলে এয়ারলাইনগুলোকে ১০ বছরের কারদন্ড ও ১০০ কোটি টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া ঋণ গ্রহনে মিথ্যা তথ্যদিলে, জালিয়াতির আশ্রয় নিলে ২ বছরের শাস্তির পরিবর্তে ৫ বছর কারাদন্ড অথবা ৫ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দন্ডের প্রস্তাব রেখে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কপোরেশন আইন ২০১৯ এর খসড়ারও নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

আরো সংবাদ