আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:০৯

‘বিশ্বে প্রমাণিত, সময় এখন বাংলাদেশের’

বিশ্বে প্রমাণিত যে, সময় এখন বাংলাদেশের। বৃহস্পতিবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী ভাষণে এ কথা বলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিটি ক্ষেত্রে দেশের অগ্রগতি দৃশ্যমান। বিশেষ করে নারীর অগ্রযাত্রা উল্লেখযোগ্য বলে জানান সংসদ নেতা। প্রধানমন্ত্রী বলেন, গ্যাসের দাম আরও বাড়াতে হতো কিন্তু সরকার ভর্তুকি দিচ্ছে বলে দাম বৃদ্ধি সহনীয় রাখা হয়েছে। এলএনজি আমদানির কারণে সরকারের খরচ বাড়ছে এ খাতে।  এলএনজি আমদানির কারণে দেশবাসীর ওপর যেন চাপ না বাড়ে, সেজন্য দেশীয় গ্যাসের সাথে এলএনজি মিশিয়ে সরবরাহ করা হবে বলে জানান তিনি। 

আরোও পড়ুন : যশোরে প্রধান শিক্ষকের বিরূদ্ধে সমকামিতার অভিযোগ।

এমন বাস্তবতায় যারা আন্দোলন করছেন, তারা আসলে প্রকৃত অবস্থা চিন্তা করছেন না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এসময় সংসদে কার্যকর ভূমিকা রাখার জন্য বিরোধী দলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

আরো সংবাদ