আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:৪০

বিয়ের মঞ্চে কনের পরকীয়ার ভিডিও ফাঁস!

চীনের সোশ্যাল মিডিয়া উইবো-তে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিয়ের মঞ্চে উঠছেন বর-কনে। পেছনে বাজছে গান। এ সময় মঞ্চের ঠিক পেছনে একটি ভিডিও চলতে শুরু করে। ঘোষণা হয়, বর-কনের প্রেমের কাহিনী তুলে ধরা হচ্ছে। কিন্তু যা ফুটে উঠল পর্দায়, তাতে বিয়ে ভাঙার জোগাড়। কনের সঙ্গে বরের ভগ্নিপতির যৌনতার একটি ভিডিও চলতে আরম্ভ করে। আর সঙ্গে সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে ঝগড়া শুরু হয় বর-কনের। বর কনেকে ধাক্কা দেন আর পাল্টা কনে তার দিকে হাতের ফুলের তোড়া ছুড়ে দেন। বর কনেকে বলেন, তুমি কি ভেবেছিলে আমি এ সম্পর্কে আগে জানতাম না?
ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে চীনের সোশ্যাল মিডিয়ায় উইবো-তে। ভিডিওটি সামনে আসার পর হ্যাশট্যাগ ‘ব্রাইড এক্সপোজ অ্যাট ওয়েডিং’ ট্রেন্ডিং হয়ে ওঠে। কনের আত্মীয়রা ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ