আজ - সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১০:৪৩

বুধবার একজনের মৃত্যু সহ যশোরে ৬১ জন শনাক্ত

যশোরে বুধবার নতুন করে আরও ৬১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এদিন যবিপ্রবি থেকে আসা ১৪৭ নমুনার ফলাফলে ৬১জন শনাক্ত হয়েছে।

আক্রন্তদের মধ্যে ২৩ জন অভয়নগর উপজেলার বাসিন্দা। এছাড়া সদরের ১২, চৌগাছার ৯, শার্শার ৮, কেশবপুরের ৮ ও বাঘারপাড়ার ১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র রেহনেওয়াজ রনি।

তিনি আরো জানান আজ করোনায় আক্রান্ত হয়ে যশোরে আরো একজনের মৃত্যু হয়েছে। নিহত সমীর সিংহ (৫৫) পুরাতন কসবা কাঠালতলা এলাকার বাসিন্দা। গত ৪ আগস্ট তিনি শনাক্ত হন। এরপর নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছে ভোর চারটায় তার মৃত্যু হয়।

যশোরে মোট আক্রান্ত হয়েছেন ২৩৮৯ জন, সুস্থ্য হয়েছেন ১৩০৮ ও মৃত্যু হয়েছে ৩৩ জনের।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত