আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:১২

বুধবার যশোর, মাগুড়া, নড়াইল ২০, ৮, ১১ জনের করোনা নমুনা পজেটিভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় তিন জেলার ৩৯টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পরীক্ষা শেষে বুধবার (৯ সেপ্টেম্বর) এই ফল ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, এদিন তাদের ল্যাবে যশোর, মাগুরা ও নড়াইল জেলার সন্দেহভাজন ২০২ করোনা রোগীর শরীর থেকে নেওয়া নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯টি পজেটিভ এবং ১৬৩টি নেগেটিভ ফল দিয়েছে।

এদিন যশোরের ১০৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০টি পজেটিভ রেজাল্ট এছাড়া মাগুরার ৪৯টি নমুনার মধ্যে ৮টি এবং নড়াইলের ৪৫টি নমুনার মধ্যে ১১টি পজেটিভ ফল আসে।

আজ বুধবার সকালে পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট তিন সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট তিন হাজার ৫৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুই হাজার ২৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪১ জন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত