আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:০০

বৃহস্পতিবার টিকা নেবেন সাকিব-মুশফিকরা

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কভিডের টিকা নিয়েছেন সোমবার। বোর্ড পরিচালক ও কর্মকর্তাদের আরও অনেকেই নিয়েছেন টিকার প্রথম ডোজ।

বয়স চল্লিশের কোটায় না গেলেও টিকা পাবেন জাতীয় দলের ক্রিকেটাররাও।

নিউজিল্যান্ড সফরের আগেই তামিম ইকবাল, মাহমুদুল্লাহদের টিকা দেওয়া হবে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ পাবেন নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।

বিশেষ ব্যবস্থায় ক্রিকেটারদের নিবন্ধনও করা হয়েছে সোমবার। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, জাতীয় দলের পর টিকা দেওয়া হবে প্রথম শ্রেণির ক্রিকেটারদের।

তিনি বলেন, ‘জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের একটা তালিকা করা হচ্ছে, যেটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেওয়া হবে অগ্রাধিকার কোটায় টিকা পাওয়ার জন্য।’

আরো সংবাদ