আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৪৪

বেগম জিয়ার জামিন আবেদন প্রস্তুত

ডেস্ক রিপোর্ট ।৷ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন আবেদন প্রস্তুত করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টে এই জামিন আবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবী।
জামিন পেলে চিকিৎসার জন্য লন্ডনে যেতে চান বেগম খালেদা জিয়া, বিষয়টি আবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিনিয়র আইনজীবীদের সাথে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে বেগম জিয়ার জামিনে মু্ক্তির বিষয় নিয়ে আলোচনা হয়। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, বেগম জিয়ার জামিনের জন্য উচ্চ আদালতে আবারো আবেদন করবেন তার আইনজীবীরা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত