নাইম সাব্বিরঃ শার্শা উপজেলার বেনাপোল বলফিল্ডে যশোর-১(শার্শা) আসনের শেখ আফিল উদ্দিন (এমপি) জাতীয় মৎস্য চাষে পোনা উৎপাদনে সাফল্যের স্বীকৃিত স্বরূপ স্বর্ণপদক পাওয়ায় তাঁকে সংম্বর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠান ও শোকের মাস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি এবং বিশেষ অতিথি: যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির সহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
এসময় আ স ম ফিরোজ বলেন, অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে ধারন এবং লালন করতে হবে। কৃষিনির্ভর বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার কর্মীরা তা বাস্তবায়ন করে যাচ্ছে।
তিনি বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনীর নির্যাতনে নির্যাতিতরা ভারতে আশ্রয় নিয়েছিল। সেই বিধ্বস্ত দেশ আজ উন্নয়নের মহাসড়কে। নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু দেশ দিয়েছেন আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশটাকে ডিজিটাল এবং আধুনিক দেশে রূপান্তরিত করেছেন।’
সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকে’ ভূষিত হওয়ায় উপজেলা আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির আ স ম ফিরোজ আরো বলেন, ‘আমাদের স্বাধীনতার পরাজিত শত্রুরা মৌলবাদ জঙ্গিবাদ সৃষ্টি করে উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।’
তনি গণসংবর্ধনা সভায় উপস্থিত শার্শাবাসীর উদ্দেশে বলেন, ‘শেখ আফিল উদ্দিন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিনির্ভর বাংলাদেশ গড়তে নিজ অবস্থান থেকে ভূমিকা রেখে চলেছেন। যার স্বীকৃতি হিসেবে তিন বার অর্জন করেছেন বঙ্গবন্ধু কৃষি পদক।’
তিনি বলেন, ‘এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে আফিল উদ্দিন একজন নন্দিত এবং জনপ্রিয় জননেতা। আগামীতেও তার নেতৃত্বে এই অঞ্চলে অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’
এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ সমাপনী অনুষ্ঠানে গত৩০ জুলাই তারিখে বিকাল০৫:০০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় কর্তৃক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নারায়ন চন্দ্র চন্দ এমপির হাত থেকে জাতীয় মৎস্য চাষে পোনা উৎপাদনে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরুপ স্বর্ণ পদক গ্রহণ করেন শেখ আফিল উদ্দীন (এমপি) ।