আজ - শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:৪০

বেনাপোল মাতিয়ে গেলেন শিল্পী নকুল কুমার

বেনাপোল সংবাদদাতা:  প্রখ্যাত সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস বুধবার শীতের দুপুর মাতিয়ে তুলেছিলেন বেনাপোলের জনপদ। বেনাপোলে সর্বাধুনিক মার্কেট নিত্যহাট এর উদ্বোধন উপলক্ষে তিনি এসেছিলেন সীমান্তের এই জনপদে। আসলেন এই হাটে; পা রাখলেন মঞ্চে; গাইলেন অনেক স্মরণীয় গান। হাজারো দর্শক শ্রোতাকে মাতালেন তার যাদুকরী মধুর সুরে।

উৎসুক শিশু, নারী, পুরুষ , বৃদ্ধদের এই মিলন মেলায় তিনি সুরের আবহে সবাইকে ভাসিয়ে দিলেন আনন্দের বন্যায়। গাইলেন একের পর এক টাকারে টাকা, চাচায় চা চায়, চাচী চেচায়, বিয়া করলাম ক্যান এরকম আরো সব অসাধারন লোক মাতানো গান। তবে শুরুতেই তিনি মহান স্বাধীনতার স্মরণে সঙ্গীত পরিবেশন করেন। নিত্যহাট নিয়েও তিনি একটি স্বরচিত ও সুরারোপিত সঙ্গীত করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন।

আরো সংবাদ