আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৫৪

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন গৌতম কুমার এডবর নামের এক আইনজীবী। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে আজ এ মামলা দায়ের করেন।

আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান। বাদী তার জবানবন্দিতে বলেন, গত শুক্রবার ব্যারিস্টার সুমন তার ফেসবুকে হির্ন্দু ধর্ম নিয়ে অশালীন বক্তব্য দিয়েছেন। যার ফলে হিন্দু সমাজের মধ্যে একটা চাপা ক্ষোভ বিরাজ করছে। সুমনের বিরুদ্ধে ধর্মীয় পবিত্রতা নষ্টের অভিযোগ আনা হয়েছে। এতে চারজনকে সাক্ষী করা হয়েছে। তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়।

এর আগে গত রোববার ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে প্রিয়া সাহার বিরুদ্ধে সিএমএম আদালতে মামলার আবেদন করেছিলেন, যা পরে খারিজ হয়ে যায়।

খানজাহান আলী 24/7 নিউজ / ওয়ালিউল হাসনাত

আরো সংবাদ