আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:১৬

ব্যারিস্টার সুমনের ভাস্কর্য বানালেন ঢাবি ছাত্র

সৈয়দ সায়েদুল হক সুমন পেশায় একজন ব্যারিস্টার। কিন্তু দায়িত্ব নিয়েছেন সমাজ বদলে দেয়ার। একাই এর জন্যে লড়ে যাচ্ছেন ‘ওয়ান ম্যান আর্মি’র মত করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় জনসচেতনামূলক ভিডিও ও ফেসবুক লাইভ করে আসছেন হবিগঞ্জের ব্যারিস্টার সৈয়দ সায়েদুর হক সুমন। যা বেশিরভাগ সময় ভাইরাল হতে দেখা যায় এবং সমস্যা সমাধানে এগিয়ে আসে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেমনি রয়েছে ব্যারিস্টার সুমনের লাখ লাখ ফলোয়ার, ঠিক তেমনি বাস্তবেও রয়েছে তার অসংখ্য ভক্ত। এবার তাকে ভালোবেসে এক ভক্ত তার ভাস্কর্য নির্মাণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের উত্তম কুমার নামের ওই শিক্ষার্থী এই ভাস্কর্যটি নির্মাণ করেন।

ইতিমধ্যে এ ভাস্কর্য-এর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ঢাবি ছাত্র উত্তম কুমারকে এ জন্য ধন্যবাদ দিয়েছেন ব্যারিস্টার সুমন। তিনি তার ফেসবুক পেজে লিখেন, ‘ধন্যবাদ উত্তম, অনেক সম্মানিত অনুভব করছি’।

আরো সংবাদ