আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:৪৬

ব্রাজিলে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত!

প্রাণঘাতী করোনা ভাইরাসে ব্রাজিলে একদিনে রেকর্ড ৩৪ হাজার ৯১৮ জন শনাক্ত হয়েছে। এদিনেই দেশটির এক শীর্ষ কর্মকর্তা বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ১ হাজার ২৮২ জন। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪৫ হাজার ২৪১ জনে দাঁড়ালো।

দেশটির প্রেসিডেন্টের চিফ অব স্টাফ ওয়াল্টার বার্গা নেট্টো বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির দেয়া তথ্য অনুসারে দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারিভাবে দেয়া তথ্যের চেয়ে কয়েক গুণ বেশি।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান ব্রাজিলের। প্রতিমুহূর্তে দেশটিতে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আল জাজিরা।

আরো সংবাদ