আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:০২

ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা দেখার সময় বাকবিতর্কে ছুরিকাঘা‌তে কিশোর নিহত

 

বা‌গেরহা‌টে মো‌রেলগ‌ঞ্জে ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা দেখার সময় ছুরিকাঘা‌তে টুটুল হাওলাদার(১৭) না‌মে এক কি‌শোর নিহত হ‌য়ে‌ছে। শুক্রবার (৯ ডি‌সেম্বর) রাত সা‌ড়ে ১০ টার দি‌কে মোরেলগঞ্জ নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী এলাকায় এই ঘটনা ঘ‌টে। নিহত টুটুল গুলিশাখালী গ্রা‌মের আব্দুল বারেক হাওলাদারের ছে‌লে এবং ব্রা‌জি‌লের সমর্থক ছি‌লেন।

এই তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।মো‌রেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‌মো: সাইদুর রহমান।

তিনি জানান, গু‌লিশাখালী এলাকায় এক‌টি দোকা‌নে ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলা চলাকালীন সময় একই এলাকার আলমগীর সমাদ্দা‌রের ছে‌লে বাকপ্রতিবন্ধী রু‌বেলের (২৮) সঙ্গে তার কথা কাটাকা‌টি হয়। এই দুই জ‌নের সা‌থে পুর্বশত্রুতাও ছিল। রু‌বেল প্রথ‌মে লা‌ঠি প‌রে ছু‌রি দি‌য়েও তা‌কে আঘাত ক‌রে। পরে গুরুতর আহত টুটুলকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা রায়হানা ফেরদৌসী দোলা টুটুলকে মৃত ঘোষণা করেন। পু‌লিশ নিহ‌তের মর‌দেহ উদ্ধার এবং ঘাতককে আটকের জন্য অভিযান শুরু ক‌রে‌ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত