আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৪৭

ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াগন লাইনচ্যুত, সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় আজ তেলবাহি একটি ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ মঙ্গলবার  বেলা ১১ টার দিকে বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।
মুকন্দপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার এসএম সাইফুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে মুকন্দপুর-হরষপুরের মাঝামাঝি পৌঁছালে একটি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় সিলেটের সাথে ঢাকা ও চট্রগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, তেলবাহী ট্রেনটির একটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। সিঙ্গেল লাইন হওয়ায় সিলেটের সাথে ঢাকা ও চট্রগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এই ব্যাপারে আখাউড়া রেলস্টেশনের লোকোশেড ইনচার্জ মনির উদ্দিন জানান, তেলবাহী ট্রেনটি উদ্ধারে আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত