আজ - মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:০০

ভাংচুর লুটপাট দখলের অভিযোগে মামলা।

যশোর উপশহরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় যশোর কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন সুমাইয়া পুতুল নামে এক ভূক্তভোগী ।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বিরামপুরে মৃত ফেরদৌস হোসেন’র স্ত্রী মুক্তি ও ছেলে শরিফ আল আমিন শুভ এবং তোফায়েল হোসেন’র সাথে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ ছিল। সরকার পরিবর্তনের পরে বিবাদীরা আমার জমি জোর করে দখল করার চেষ্টা করছে তারা। একই সাথে আমাকে ও আমার ছেলে-মেয়েদেরকে এবং এ ব্লাক আমার ব্যবসা প্রতিষ্ঠান আল ওলি ক্ষুদ্র সমবায় সমিতির হামলা ও ভাঙচুর চালিয়েছে।

একই সাথে এ প্রতিষ্ঠানের ম্যানেজার ও ক্যাসিয়ারকে বিভিন্ন ভাবে হত্যার হমকি দিচ্ছে। এদিকে ১২ আগস্ট দুপুরে বিবাদীরা পূর্ব শত্রুতার কারনে আমাদের বাড়ীর সামনে এসে গালিগালাজ করে এবং মারপিট করতে উদ্দ্যত হয় ও প্রকাশ্যে জীবন নাশের হুমকি দেয়। বিবাদীরা যেকোন সময়ে আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে মারপিট, খুন জখমসহ আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করে বড় ধরনের ক্ষতি করতে পারে বলে মনে করছি। পরিবারে পাশে দাড়ানোর জন্য প্রশাসকে অনুরোধ জানান তিনি।

যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত