আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৪২

ভারতের গুজরাটে তরুনী সালমা হত্যার নেপথ্যে থাকা স্বামী কামরুলকে খুজছে যশোর পুলিশ

ইন্ডিয়ার গুজরাট প্রদেশের ভালাজ থানার আওতাধীন আনন্দপুর নামক স্থানে বাংলাদেশী তরুনী সালমা খাতুন (২৫), এর মৃত্য দেহ উদ্ধার করেছে ভালেজ থানা পুলিশ। নিহত তরুনী সালমা খাতুন যশোর জেলার কোতায়ালী থানার গাঈদগাছী গ্রামের শহীদুল ইসলাম এর মেয়ে।

নিহতের স্বামী যশোর জেলার কোতয়ালী থানার বানিয়ারগাতী গ্রামের ইউনুস আলীর ছেলে  কামরুল ইসলাম (২৫), কে  খুঁজছে ডিবি/থানা পুলিশ।

সূত্রমতে জানা যায়, নিহত সালমা তার স্বামী কামরুলসহ ইং ১৫ এপ্রিল ভারতের গুজরাট প্রদেশে বেড়াতে যায়। ইং ০৭ মে একটি ডোবা থেকে সালমা খাতুনের লাশ উদ্ধার করে ভালেজ থানা পুলিশ কিন্তু স্বামী কামরুল লাপাত্তা। জানা যায় কামরুল দেশে চলে এসে আত্মগোপন করেছে। নিহত সালমার মা মনোয়ারা বেগমের অভিযোগের প্রেক্ষিতে ইন্ডিয়ার ভালেজ থানা পুলিশের সাথে যোগাযোগ করে সত্যতা খোঁজে পাওয়া যায়।

আরো সংবাদ