আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:০২

ভারতে পাচারকালে ৯০০ কেজি ইলিশ মাছ উদ্ধার।

অবৈধভাবে ভারত পাচারের সময় সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি।

শনিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার সীমান্ত এলাকায় সিলেট ৪৮ বিজিবির বিশেষ অভিযান পরিচালনা করে ৮৮৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ আটক করে। যার আনুমানিক মূল্য বাইশ লাখ বারো হাজার পাঁচশত টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ইলিশের এই চালানটি আটক করা হয়। আটক ইলিশ মাছ স্থানীয় কাস্টমসসে জমা করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত