আজ - মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:০৪

ভারতে বাংলাদেশি ধরপাকড় :৬০ জনকে গ্রেফতার

ভারতের কর্নাটক রাজ্যের পুলিশ ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে রাজধানী ব্যাঙ্গালুরু থেকে অন্তত ৬০ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু। গত শনিবার দিনভর শহরের বিভিন্ন বস্তিতে অভিযান চালিয়ে এই ব্যক্তিদের আটক করা হয়। এদের কাছে ভারতে বৈধভাবে থাকা বা কাজ করার মতো প্রয়োজনীয় কাগজপত্র ছিল না বলে জানিয়েছে পুলিশ। বিবিসি বাংলা অনলাইনের প্রতিবেদন থেকে গতকাল রোববার এসব তথ্য জানা গেছে।

বিবিসি বলছে, আসামের পর ভারতের যে সব রাজ্যে ইদানীং কথিত ‘অবৈধ বাংলাদেশি’ তাড়ানো বা এনআরসি অভিযান চালু করার হিড়িক পড়েছে, তার অন্যতম কর্নাটক। এই রাজ্যের বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজা বোম্মাই এ সপ্তাহেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে বিদেশি নাগরিকরা সেখানে বেআইনিভাবে থাকছেন তাদের ডেটাবেস তৈরির কাজ শুরু হয়ে গেছে। সীমান্ত পেরিয়ে যারা দক্ষিণ ভারতে এসেছেন- তাদের মধ্যে সবচেয়ে বেশি লোক কিন্তু ঢুকেছে কর্নাটকেই, ব্যাঙ্গালুরু ও অন্যত্র। একে তো তাদের কাগজপত্র নেই, আরও উদ্বেগের বিষয় হলো তারা নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছেন। এখানে আমরা সেটাই করতে চাই, কর্নাটকের স্থানীয় মানুষের জীবন শান্তিতে রাখার জন্য যেটা করা দরকার।’ সরকারের এই ঘোষণার চারদিনের মাথাতেই গত শনিবার ব্যাঙ্গালুরুর মারাঠাহাল্লি, বেলান্ডার ও রামমূর্তি নগরের বস্তি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অন্তত ৬০ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ২৯ জন পুরুষ, ২২ জন নারী ও বাকি ৯ জন শিশু। এদেরকে ‘সন্দেহভাজন বাংলাদেশি’ বলে বর্ণনা করা হচ্ছে। কারণ, পুলিশের মতে এদের বাংলা ভাষার ডায়লেক্ট নাকি পশ্চিমবঙ্গের কথ্য বাংলার সঙ্গে একেবারেই মেলে না। তাছাড়া তাদের কাছে ভোটার আইডি বা আধার কার্ডের মতো যে সব পরিচয়পত্র পাওয়া গেছে সেগুলোও নাকি জাল।

আরো সংবাদ