আজ - মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১০:৪৫

ভারতে বাস দুর্ঘটনায় ৯ জন নিহত

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে একটি যাত্রীবাহী বাস মালবাহী ট্রাককে ধাক্কা দিলে অন্তত নয়জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, রাজ্যের রাজধানী ভুপাল থেকে পাঁচশ কিলোমিটার উত্তর-পূর্বে রেওয়া জেলায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় এ দুর্ঘটনা ঘটে। এতে নয়জন নিহত ও আরো ২০ জন আহত হয়েছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এ ঘটনার জন্যে পুলিশ মামলা দায়ের করেছে। এছাড়া দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। তবে পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়েছে স্থানীয় যাত্রীদের বহন করা বাসটি খুব দ্রুতগতিতে চলছিল।
মধ্য প্রদেশের মূখ্য মন্ত্রী কমল নাথ নিহতদের প্রতি শোক এবং আহতদের প্রয়োজনীয় সকল সহায়তা দিতে কর্তৃপক্ষকে নিদের্শ দিয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত