আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:০১

ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্ত আটক – ৫

সাতক্ষীরা প্রতিনিধি : অবৈধভাবে ভারতে প্রবেশের পথে সাতক্ষীরা জেলার তলুইগাছা ও কলারোয়ার মাদরা সীমান্ত দিয়ে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা। যার মধ্যে চার নারী ও এক পুরুষ ছিল। সোমবার (২৬ জুলাই ) সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-খুলনা জেলার তেরখাদা উপজেলার লস্করপুর গ্রামের কদম চাকতি (৩৪), ফুলতলা উপজেলার জগনীপাশা গ্রামের লাভলি (৩২), মাগুরা জেলার শালিখা উপজেলার ছান্দরা গ্রামের আরিফা খাতুন (২৪), ঢাকা মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের মর্জিনা (২৩) ও গাজীপুরের টুঙ্গি মডের থানাধীন টুঙ্গি বউবাজার এলাকার নাসরিন খাতুন (২২)।

আটককৃতদের মধ্যে ৩ জনকে জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া স্কুলে অস্থায়ীভাবে স্থাপনকৃত কোয়ারেন্টানে রাখা হয়েছে। অপর ২ জনকে কলারোয়া থানায় সোপর্দ করেছে বিজিবি।

সাতক্ষীরা, ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল-মাহমুদ জানান, লকডাউন চলাকালে অবৈধভাবে ভারতে যাওয়া-আসার সময় এ পর্যন্ত ১১১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে রোহিঙ্গা ২ জন , মানব পাচারকারী ৬ জন ও ৪ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

আরো সংবাদ