আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:১১

ভিডিও ধারণরত অবস্থায় চার ‘লাইকি তারকা’ আটক

রাজশাহীতে টিকটকের পর এবার চার লাইকি তারকাকে আটক করা হয়েছে। তারা লাইকি ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের বিপদগামী করতো বলে জানিয়েছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (০৬ জুন) সন্ধ্যার পর নগরীর পদ্মা গার্ডেন, ভদ্রা পার্ক, জিয়া পার্ক, বিমান চত্বর, টি বাঁধ ও আই বাঁধ এলাকা থেকে অশ্লীল ভিডিও ধারণরত অবস্থায় তাদের আটক করা হয়।

সোমবার (০৭ জুন) দুপুরে আরএমপি সদর দফতরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক।

এর আগে গত ১ জুন অশ্লীল ভিডিও বানানোর অপরাধে নগরীর বিভিন্ন দর্শনীয় স্থানে অভিযান চালিয়ে নয়জনকে আটক করেছিলো নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরীকে কিশোর অপরাধ ও অশ্লীলতামুক্ত করার লক্ষ্যে ৬ জুন সন্ধ্যা থেকে নগরীর বিভিন্ন দর্শনীয় স্থানে অভিযান চালায় ডিবি। এ সময় পদ্মা গার্ডেন, ভদ্রা পার্ক, জিয়া পার্ক, বিমান চত্বর, টি বাঁধ ও আই বাঁধ এলাকা থেকে অশ্লীল ভিডিও ধারণরত অবস্থায় চারজনকে আটক করা হয়। এদের মধ্যে দুজন নারী।

পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, গ্রেফতারকৃত চার তরুণ-তরুণী লাইকি ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে স্কুল-কলেজ কলেজের শিক্ষার্থী, তরুণ-তরুণীদের বিপথগামী করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইকি গ্রুপের ভিডিও তৈরির মূল হোতা মেহেদী হাসান পুলিশের কাছে স্বীকার করেছেন; লাইকি ভিডিও তৈরি করে প্রতি মাসে প্রায় ৮-১০ হাজার টাকা আয় করেন।

পুলিশ কমিশনার আরও বলেন, রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকেই এ ধরনের ভিডিও তৈরি করে নৈতিকভাবে ধ্বংসের পথে পা বাড়াচ্ছে। অশ্লীল টিকটক, লাইকি ও বিগো লাইভ ভিডিও সমাজের নৈতিক অবক্ষয় ও যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এমনকি অনেকে বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়াসহ মাদক সেবন এবং মাদক ব্যবসায় জড়িত হচ্ছে। এ ধরনের ভিডিও কিশোর অপরাধের মতো ঘটনা উসকে দিচ্ছে। রাজশাহী নগরীতে অশ্লীলতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত