আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:২২

ভিড় নেই পাটুরিয়া-দৌলতদিয়ায়

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জুলাই) ভোররাত থেকে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমতে থাকে।আরিফ নামের এক ঈদযাত্রী বলেন, ঘাটে ভিড় নেই।

এ ছাড়া ঢাকা থেকে আসতেও কষ্ট হয়নি।ঢাকা থেকে যাত্রীরা যেমন দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাচ্ছেন, তেমনি ঢাকামুখী যাত্রীর চাপও রয়েছে। এ ছাড়া কোরবানির পশুবাহী ট্রাক রাজবাড়ির দৌলতদিয়া ঘাট হয়ে ঢাকায় যাচ্ছে। এ কারণে দৌলতদিয়া ঘাটে পশুবাহী গাড়ির দীর্ঘ লাইন রয়েছে।এ বিষয়ে সিদ্দিক নামের এক ট্রাকচালক জানান, বাস ও প্রাইভেটকার এসেই পার হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের পার করছে না কর্তৃপক্ষ। এতে আমাদের ঘণ্টা পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

তবে ১৫ ফেরি সচল থাকায় ফেরি চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক বাণিজ্য মো. জিল্লুর রহমান।

তিনি বলেন, ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত ৩ কিলোমিটার যানজট থাকলেও বর্তমানে ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহন নেই। তবে প্রাইভেটকারের কিছুটা চাপ রয়েছে। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত