আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:১১

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনার পাইকগাছা কপিলমুনিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা ও ধার্য আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কপিলমুনি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা এর সহকারী পরিচালক দিলারা জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে কারখানায় খাদ্য সামগ্রী উৎপাদন ও ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ওষুধের স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদের দায়ে ৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ২০০৯ সালের ৪৩ ও ৩৮ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও বিক্রয়ের অপরাধে মজুমদার সুইটের মালিক কে ৩ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ঔষধের স্যাম্পল রাখার জন্য শুভ ড্রাগ হাউস কে ৫১ ধারায় ৫ হাজার টাকা, নাহার মেডিকেল হলকে ৬ হাজার টাকা, তন্ময় মিষ্টান্ন ভান্ডার কে ১ হাজার টাকা, মন মোহিনী মিষ্টান্ন ভান্ডার কে ৫ হাজার টাকা, সাতক্ষীরা ঘোষ দেয়ারির মালিক কে ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।ভোক্তা অধিকারের বাজার মনিটরিং এর অংশ হিসাবে অনুরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

আরো সংবাদ