আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:৫৪

ভোরে আরবপুরে ভ-য়া-ব-হ এ-ক্সি-ডে-ন্ট. অবৈধ মাটির গাড়ির ধাক্কায় চাচঁড়ার ২ জন জেলে নি*হ*ত।

অবৈধ মাটি টানা ট্রলি গাড়ি কেরে নিলো আজ দুটি প্রান গুরুত্বর আহত ১ জন।মাটির ব্যবসায়ীদের দৌরাত্ম্য কিছুতেই কমছেনা। আরবপুর,দেয়াড়া ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারন জনগনের বাধায় থামছেনা তাদের মাটির অবৈধ ব্যবসা, কারন মাটি ব্যবসায়ীরা প্রভাবশালী ও সন্ত্রাসী।এই অবৈধ মাটির গাড়িতে পঙ্গুত্ব বরন করেছেন আরবপুরের,সাবির ও নেকারআলী,আজ প্রান গেলো চাচঁড়া বর্মন পাড়ার জেলে,আফ্রিদি ১৮,সুর্য-৬০ আজ ভোর ৫ টায় দুর্ঘটনাটি পতেঙ্গালী ঘটে প্রতক্ষ্যদর্শিরা জানান,সন্ত্রাসী মাটি ব্যবসায়ী রফির ছেলে রাকিব ট্রলি গাড়িটি চালাচ্ছিলেন,পুলিশ অবৈধ ট্রলি আটক ও আফ্রিদি সুর্যের লাশ যশোর জেনারেল হসপিটালে প্রেরন করেন।আরবপুর ও দেয়াড়া ইউনিয়নের লক্ষ্যাধিক মানুষ,এই অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে, যশোর জেলা প্রসাশক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছে

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত