আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:১০

ভোলা জেলার মৎস্যজীবী লীগের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

 

১০ই ডিসেম্বর হানাদার মুক্ত ও স্বাধীনতা অর্জন উপলক্ষে আওয়ামী লীগ মৎস্যজীবি গীগের পক্ষ থেকে ভোলায় অসহায়, হতদরিদেদের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ।

আজ শনিবার (১০ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ভোলার নতুন বাজার র‌্যালি সভা শেষ করে অসহায় হতদরিদ্র মানুষদের নিয়ে আলোচনা বলেন আমরা সকলে নিয়ে মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা করে এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজ আমরা আনন্দ র‌্যালি সভা করি।

আওয়ামী লীগ মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ হাসান আলী খাঁন বলেন, আজ ১০ই ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আমরা ভোলা জেলা মৎস্যলীগের পক্ষ থেকে আনন্দ র‌্যালি শেষ করে সবার মাঝে কম্বল বিতরণ করেছি।

এই সময় কম্বল পেয়ে খুশি মোঃ সিদ্দিক বলেন ১০ই ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আমি কম্বল পেয়ে আনন্দিত।

অসহায় হতদরিদ্রদের মাঝে ৫০০টি শীত বস্ত্র কম্বল হাতে তুলে দেন।

এ ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবছর এ দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘ডিগনিটি, ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল’ বা ‘মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার সবার জন্য’।

১০ই ডিসেম্বর হানাদার মুক্ত দিবসটি উপলক্ষে ২শতাধিক মানুষ আনন্দ র‌্যালি করেন।

আরো সংবাদ