আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:৫৫

মজা করতে গিয়ে ৯৯৯-এ স্ত্রীকে ধ’র্ষ’ণে’র মিথ্যা তথ্য দিয়ে স্বামী গ্রে’ফ’তা’র

নোয়াখালীর সদরে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে জানান, তার স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন। পরে এমন তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ নভেম্বর) রাত দেড়টার দিকে নোয়াখালী সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার আনোয়ার হোসেন জেলার সদর উপজেলার দক্ষিণ শুল্লকিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে গ্রেফতার আনোয়ার হোসেনকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে

পুলিশ জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে ৯৯৯-এ কল দিয়ে দক্ষিণ শুল্লকিয়া গ্রামের এক গৃহবধূ  ধর্ষণের শিকার হয়েছেন জানিয়ে পুলিশের সহযোগিতা চান স্বামী আনোয়ার হোসেন। এমন সংবাদের ভিত্তিতে রাতে সুধারাম মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি প্রাথমিক তদন্ত করে মিথ্যা বলে প্রমাণ পায় পুলিশ। পরে আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, মজা করতে গিয়ে ৯৯৯-এ কল দিয়ে এমন তথ্য দিয়েছেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আনোয়ার ৯৯৯-এ কল দিয়ে মিথ্যা তথ্যের মাধ্যমে সরকারি কাজের অসহযোগিতা ও পুলিশকে হয়রানি করেছে। এর আগেও আনোয়ার এরকম একাধিক ঘটনা ঘটিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ