আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১:৪৮

মঞ্চে মারা গেলেন কমেডিয়ান, সবাই ভাবলো অভিনয়। আহা অভিনয়!

তার কাজ মানুষকে হাসানো। মঞ্চে নানা বাহানায় গল্প বলে মানুষকে হাসিয়ে লুটোপুটি খাওয়াতেন। অথচ সেই হাসির মঞ্চেই মারা গেলেন তিনি। তার মারা যাওয়ার বিষয়টিকেও উপস্থিত দর্শক ভেবেছিলেন হাসানের জন্যই হয়তো এমন অভিনয়! কিন্তু না পরে সবাই বুঝতে পারেন তিনি আর নেই। এমন ঘটনা ঘটেছে দুবাইতে। 

জনপ্রিয় কৌতুক শিল্পী মঞ্জুনাথ নাইডু দুবাইয়ের একটি স্টেজে পারফর্ম করছিলেন। সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। খুব বেশি বয়স নয় তার। মাত্র ৩৬ বছর। এই অল্প বয়সেই পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি। 

জানা গেছে, দুই ঘণ্টার কমেডি শো-তে তিনিই ছিলেন শেষ শিল্পী। স্ট্যান্ডআপ অ্যাক্ট করার সময় তার উৎকণ্ঠা-অস্বস্তির সমস্যা হচ্ছিল বলে জানান তিনি। সামনের একটি বেঞ্চে বসেও পড়েন। সেখানেই নিমেষের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে মারা যান তিনি।

দর্শক প্রথমে সেটিকে অ্যাক্টেরই অংশ ভেবে হাসতে শুরু করেছিলেন। পরে সবাই বুঝতে পারেন তিনি আর নেই। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে আর বেচে নেই তিনি। 

মঞ্জুনাথ নাইডু কমেডি ও অভিনয় বেশ জনপ্রিয় ছিলেন। দ্য কোর্টইয়ার্ড প্লে হাউজে নিয়মিত পারফর্ম করতেন তিনি। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত