আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:১২

মণিরামপুরে আ’লীগের দুগ্রুপের সংঘর্ষ- গুলি বিনিমিয়-ভাংচুর।

স্টাফ রিপোর্টার: যশোর জেলার মণিরামপুর উপজেলায় আ’লীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক মণিরামপুর উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর গাড়ি , পূবালী ব্যাংকের এসি ও গ্লাস ভাংচুর করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন খানজাহান আলী 24/7 নিউজকে জানান, বেলা ২টার দিকে আমজাদ হোসেন লাভলু সাংগঠনিক বিষয় নিয়ে আলাপ করতে তার অফিসের সামনে (মণিরামপুর বাজারের দক্ষিণ মাথা বাসস্ট্যান্ড সংলগ্ন) গাড়ি থেকে নামতেই প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ভাগ্নে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুর নেতৃত্বে একদল উচ্ছৃংখল যুবক ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় তিনি অফিস থেকে বেরিয়ে এলে তাঁকে লক্ষ্য করে পরপর দুইটি বোমা নিক্ষেপ করা হয়। যার একটি বিস্ফোরিত হয়। এসময় চেয়ারম্যানের গাড়িটিও ভাঙচুর করে তারা।

ব্যাংকের গ্লাস

আমজাদ হোসেন লাভলু খানজাহান আলী 24/7 নিউজকে বলেন, তিনি গাড়ি থেকেই নামতেই প্রতিমন্ত্রী স্বপন ভট্টচাচার্যের ভাগ্নে বাচ্চুর সন্ত্রাসী বাহিনী রাম দা, লোহার রডসহ দেশী অস্ত্রে সজ্জিত হয়ে তাকে লক্ষ্য করে ইটপাটকেল ও বোমা নিক্ষেপ করে তাকে ঘিরে ফেলে। তখন তিনি আত্মরক্ষার্থে তার লাইসেন্সকৃত শর্টগান থেকে গুলি ছোড়েন।

স্থানীয়রা জানান গেল শনিবার দুপুরে মণিরামপুর পৌরসভা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোকসভার আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। সভায় স্থানীয় সংসদ সদস্য পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার পরিবার নিয়ে সমালোচনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুসহ বক্তারা। সেই ঘটনায় ক্ষুব্ধ হয় প্রতিমন্ত্রীর অনুসারীরা।

ভাংচুরকৃত লাভলুর গাড়ী

এরপর আজ রবিবার সকালে প্রতিমন্ত্রীর অনুসারীরা পৌর শহরে মহড়া দেয়। পরে দুপুরের দিকে অনুসারীদের নিয়ে বাজারে আসেন আমজাদ হোসেন লাভলু। তিনি নিজের ব্যবহৃত জিপ গাড়ী নিয়ে বাজারের দক্ষিণ মাথা বাসস্ট্যান্ডে পৌঁছুলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ইট পাটকেল নিক্ষেপ ও একটি ককটেলের বিস্ফোরন ঘটে। একপর্যায়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর ব্যবহৃত জিপ গাড়ির পিছনের অংশের গ্লাস এবং পূবালী ব্যাংক মণিরামপুর শাখার গ্লাস ও এসি ভাংচুরের শিকার হয়।

খেবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।

আরো সংবাদ