আজ - শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:১৪

মণিরামপুরে নৌকা ৯, বিদ্রোহী ৫, বিএনপি সমর্থিত ২জন চেয়ারম্যান নির্বাচিত

বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়াই মণিরামপুরের ১৬ ইউনিয়নে শান্তিপুর্ন ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে নৌকার প্রার্থী ৯ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৫ জন এবং ২ জন বিএনপি সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে দায়িত্ব থাকা সূত্র থেকে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

চেয়ারম্যান পদে নির্বাচিতরা হচ্ছেন রোহিতা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দীন, কাশিমনগর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী তৌহিদুর রহমান, ভোজগাতী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (মোটর সাইকেল) প্রতীকের আব্দুর রাজ্জাক, ঢাকুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী

প্রার্থী (আনারস) প্রতীকের আইয়ুব হোসেন গাজী, হরিদাসকাটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) প্রতীকের আলমগীর হোসেন লিটন, মণিরামপুর সদর ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী (চশমা) প্রতীকের নিস্তার ফারুক, খেদাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল আলিম জিন্নাহ, ঝাঁপা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শামছুল হক মন্টু।

মশ্বিমনগর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল হোসেন, চালুয়াহাটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (চশমা) প্রতীকের আব্দুল হামিদ সরদার, শ্যামকুড় ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন, খানপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (ঘোড়া) প্রতীকের সিরাজুল ইসলাম,

দূর্বাডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাযহারুল আনোয়ার, কুলটিয়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শেখর চন্দ্র রায়, নেহালপুর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হুসাইন ফারুক হোসেন এবং মনোহরপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী (চশমা) প্রতীকের আকতার ফারুক মিন্টু বে-সরকারি ভাবে বিজয়ী হয়েছেন বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত