আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:২৫

মনিরামপুরে মন্ত্রী গ্রুপের হামলা লাঞ্চনার শিকার উপজেলা চেয়ারম্যান গ্রুপ-আহত ৩

যশোরের মনিরামপুরে সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রির টেন্ডারে অংশগ্রহণ করা নিয়ে যুবলীগের দুগ্রুপের সংঘর্ষে তিন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় ব্যক্তিগত কর্মকর্তাকে ছুরিকাঘাত করাসহ উপজেলা চেয়ারম্যান নাজমা খানম কে লাঞ্ছিত করা হয় বলে তিনি দাবি করেছেন। এমনকি টেন্ডারে অংশ নিতে আসা দুজনের কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রশাসনের এমন কর্মকর্তারা বলেন, তাদের সামনে কোন ঘটনা ঘটেনি। এসময় ঘটনাস্থলের কয়েক গজ দূরে অবস্থান করা পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা পালনের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতরা হলেন মনিরামপুর পৌরসভা সাবেক সভাপতি সন্দীপ ঘোষ, চেয়ারম্যান নাজমা খানমের ব্যক্তিগত কর্মকর্তা শরিফুল ইসলাম নয়ন ও ছাত্রলীগের নেতা সবুজ কর। আহতদের প্রথমে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক জিসান জানান আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ