আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:২৯

মনিরামপুরে ৫’শ পিচ ইয়াবা ও নগদ অর্থসহ শীর্ষ মাদক ব্যবসায়ী হাবি আটক

মনিরামপুরে বিপুল পরিমান মাদকদ্রব্য, নগদ অর্থসহ হাবিবুর রহমান হাবি (৪৫) নামে এক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলার হেলাঞ্চী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করে। সে হেলাঞ্চী গ্রামের আমির আলী বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, হাবিবুর রহমান একজন শীর্ষ মাদক কারবারী। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। দুপুর ২টার দিকে ডিবি পুলিশের একটি আভিধানিক দল হেলাঞ্চী গ্রামে অভিযান চালায়। এ সময় হাবিবুর রহমানের কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা এবং মাদক বিক্রির ২ লক্ষ ৬৬ হাজার টাকা উদ্ধার করে ডিবি পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা গোয়েন্দা শাখার ওসি রুপন কুমার সরকার।
এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই রাজেশ কুমার দাশ বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা করেছে।

আরো সংবাদ