আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৯:৫৪

মনিরামপুর পরকিয়া প্রেমের জেরে কুপিয়ে হত্যা চেস্টা।

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ জামতলা মোড় নামক স্থানে আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তিকে কুপিয়ে রাস্তার ধারে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। পুলিশ খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
রোববার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। এর সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।


যশোর জেনারেল হাসপাতাল থেকে জানা গেছে আহত ওই ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন। তার পিতার নাম মো. হাকিম। বাড়ি ঝিকরগাছা উপজেলার ইছাপুরে। তার অবস্থা খুবই গুরুতর। রাতে তাকে  ঢাকায় রেফার করা হয়।
এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। আটক ওই ব্যক্তির নাম জানা যায়নি।
বিষয়টি জানতে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া গেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত